ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

জেএসসিতে পাশের হারে সেরা বরিশাল বোর্ড

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হারে অন্য সব বোর্ডকে পেছনে ফেলে শীর্ষস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৮২ শতাংশ।

এখান থেকে ৮৫ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ১০১ জন।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে বরিশাল বোর্ডের পরেই রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। এখান থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭১ হাজার ৩২৮ জন।

সিলেট বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। এ বোর্ড থেকে ৯০ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৯৪৯ জন।

৮৫ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর বোর্ড চতুর্থ অবস্থানে রয়েছে। এ বোর্ড থেকে ১ লাখ ৮১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪৪১ জন।

এরপরেই রয়েছে রাজশাহী বোর্ড। এতে পাশের হার ৮৫ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৮৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৬৫ জন।

তবে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে ও উত্তীর্ণ হয়েছে ঢাকা বোর্ড থেকে। ষষ্ঠ স্থানে থাকা ঢাকা বোর্ডের পাশের হার ৮৫ দশমিক ০২ শতাংশ। এ বোর্ডের ৪ লাখ ৯৪ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ লাখ ৭৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৪২১ জন।

দিনাজপুর বোর্ডে পাশের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৭৩ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৪৭ হাজার ৫০৫ জন।

সবার চেয়ে খারাপ করেছে এবার চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৩৫ শতাংশ। ১ লাখ ৩৩ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৭৮ জন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এমএন/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।