ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রাথমিকে দেশ সেরা মণিপুর স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, ডিসেম্বর ২৭, ২০১২
প্রাথমিকে দেশ সেরা মণিপুর স্কুল

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান লাভ করেছে।

মণিপুর স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০৭০ জন।

এর মধ্যে বালক ১০৫৫ জন এবং বালিকা ১০১৫ জন। শতভাগ শিক্ষার্থী পাস করার পাশাপাশি এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৬৩ জন।

গতবারও এ স্কুল সারা দেশে মেধা তালিকায় ১ম হয়েছিল।

মণিপুর স্কুলের অধ্যক্ষ ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, প্রতিবারের মতো এবারও শিক্ষক ও অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার কারণেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

এজন্য তিনি মণিপুর স্কুলের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মণিপুর স্কুল সারা বাংলাদেশে প্রথম হলেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা ভালো করতে পারেনি মণিপুর স্কুলের শিক্ষার্থীরা। জেএসসিতে মোট ১ হাজার ৭২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে শতভাগ। তবে জিপিএ-৫ পেয়েছে ৫৭৮ জন। এর মধ্যে ছেলে ৮৬৩ জন, মেয়ে ৮৫৬ জন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
জেএস/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।