ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

প্রশাসনের পক্ষপাত আচরণের অভিযোগ, ফলাফল যা আসুক মেনে নেব: ছাত্রদল ভিপি প্রার্থী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, সেপ্টেম্বর ১১, ২০২৫
প্রশাসনের পক্ষপাত আচরণের অভিযোগ, ফলাফল যা আসুক মেনে নেব: ছাত্রদল ভিপি প্রার্থী শেখ সাদী, ছবি: মিনহাজ চৌধুরী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়ে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। একইসঙ্গে তিনি জানান, নির্বাচনের ফলাফল যাই আসুক, তা মেনে নেওয়ার মানসিকতা তার রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।  

সাদী হাসানের দাবি, ভোট অবশ্যই ম্যানুয়ালি গণনা করা উচিত।

তিনি আরও অভিযোগ করে বলেন, শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সাদী বলেন, গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন।

তবে, তিনি বলেন, ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব।

টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ