ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নেপালে আটকে পড়াদের নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, সেপ্টেম্বর ৯, ২০২৫
নেপালে আটকে পড়াদের নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নেপালে সরকারি সফরে থাকা প্রায় ১০০ বাংলাদেশি কর্মকর্তা ও ফুটবল খেলোয়াড় বর্তমানে রাজধানী কাঠমান্ডুতে আটকা পড়েছেন। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, বর্তমানে নেপালে বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা অস্পষ্ট থাকলেও কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের হটলাইন পরিষেবার মাধ্যমে নেপালে আটকে পড়া শত শত ব্যক্তির কাছ থেকে ফোন পেয়েছে।  

বিমান চলাচল শুরু হলে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে পারবেন। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে সমন্বয় করছে।

এদিকে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, যে বাংলাদেশিরা ফিরতে আগ্রহী, তাদের কাঠমান্ডুর বাংলাদেশ বিমান এয়ারলাইনস অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।  

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।