ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

প্লিজ ভোট দিতে আসেন, যারে খুশি ভোট দেন: মেঘমল্লার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
প্লিজ ভোট দিতে আসেন, যারে খুশি ভোট দেন: মেঘমল্লার মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু শিক্ষার্থীদের ভোট দিতে আসার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে একটি ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

 

তিনি লিখেছেন, “গণ্ডগোলের ভয়ে লোক কমে যাচ্ছে। প্লিজ ভোট দিতে আসেন সবাই। ভোটার টার্ন আউট লাগবে। যারে খুশি ভোট দেন। ”

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

এনডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।