ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা বলেন, ভোটে নারীদের উপস্থিতি আশার আলো জাগিয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, জয়ের ব্যাপরে আশাবাদী। নারী ভোটারদের উপস্থিতি আশার আলো জাগিয়েছে। ভোটের পরিবেশ ভালো। তবে অব্যবস্থাপনা রয়েছে অনেক।
এ প্রার্থী বলেন, কয়েকটি দল থেকে তাদের দলীয় ভোটারদের সময় নিয়ে ভোট দিতে বলা হয়েছে। যাতে সাধারণ ভোটাররা বিরক্ত হয়ে চলে যায়। তাই তিনি দাবি জানান, একই সময়ে যেন সবাই ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।
উমামা অভিযোগ তুলে আরও বলেন, সকাল থেকেই কিছু কিছু প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে তারা ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতরে ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোট চেয়েছেন। নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ জানলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া এক কেন্দ্রের পোলিং এজেন্ট অন্য কেন্দ্রে দেওয়া হয়েছে। এতে জটিলতা সৃষ্টি হয়েছে।
ডিএইচবি/ইইউডি