ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট চলছে: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ৯, ২০২৫
শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট চলছে: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরইমধ্যেই সকাল গড়িয়ে দুপুর হয়েছে। ডিএমপি কমিশনার বলছেন, এখন পর্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাংলানিউজকে এসব কথা বলেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সব প্রবেশ পথ, ভোটকেন্দ্রসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। ডাকসুর ভোটগ্রহণ সুন্দরভাবে চলছে।  

তিনি বলেন, প্রার্থীদের পাশাপাশি ভোটাররা আনন্দমুখর পরিবেশে তাদের ভোট দিতে পারছেন। নির্বাচনের শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিজেদের মাঝে ছোট খাটো অভিযোগ থাকলেও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।  

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।