ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সকালে ভোট পড়ল এক তৃতীয়াংশ, উপস্থিতি ‘প্রত্যাশার চেয়েও বেশি’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, সেপ্টেম্বর ৯, ২০২৫
সকালে ভোট পড়ল এক তৃতীয়াংশ, উপস্থিতি ‘প্রত্যাশার চেয়েও বেশি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক তৃতীয়াংশ ভোট কাস্ট হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, অধিকাংশ হলে ভোটারদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, উদয়ন স্কুল, শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, ইউল্যাব, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছয়টি কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত গড়ে ৩৩ শতাংশ ভোট পড়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর কাস্টিং সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সেখানে পৌনে ১০টা পর্যন্ত এক হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা।

পৌনে ১০টার দিকে বিজয় একাত্তর হলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সাইফুল্লাহ জানান, তার কেন্দ্রে দেড় ঘণ্টায় প্রায় ৪০০ ভোট পড়েছে।

একই হলের আরেক রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। এখানে মোট দুই হাজার ৪৩ জন ভোটার। সবাই ভোট দিতেও চাইলে সুযোগ থাকবে। বুথ রয়েছে ৪০টি, আর টেবিল সাতটি।

হাজী মুহম্মদ মুহসীন হলের বুথে দায়িত্ব পালন করা অধ্যাপক আইনুল ইসলাম জানান, এ পর্যন্ত ৩০০ ভোট কাস্ট হয়েছে। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ মাহফুজুল হক সুপণ বলেন, এখানে ৪০০ ভোট কাস্ট হয়েছে।

উদয়ন স্কুল কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে মোট ভোটার ছয় হাজার ১৫৫ জন। এখানে এক হাজার ২০০ শিক্ষার্থী সকাল সাড়ে ১০টা নাগাদ ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা।

তিনি বলেন, ভোটারদের উপস্থিতি বেশ ভালো। সকাল দশটা পর্যন্ত এক হাজার ২০০ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে জসীম উদ্দিন হলে শিক্ষার্থীর সংখ্যা বেশি।  

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। কেন্দ্রটিতে মোট ভোটার চার হাজার ৮৫৩ জন। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রের প্রধান রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, জগন্নাথ হলে ৫০ শতাংশ ভোট, সংখ্যায় এক হাজার ১০০ ভোট পড়েছে।  

অন্যদিকে সার্জেন্ট জহুরুল হক হলে ৪০ শতাংশ এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তিনি বলেন, আমাদের সময়ের মধ্যে ভোট কাস্ট হয়ে যাবে। পরিবেশ স্বাভাবিক রয়েছে।

কার্জন হল কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ফজলুল হক মুসলিম হলে ৪০০ এবং শহীদুল্লাহ হলে ৪০০ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার পাঁচ হাজার ৬৬৫ জন। কেন্দ্র প্রধান ও রিটার্নিং কর্মকর্তা প্রাধ্যক্ষ নাসরীন সুলতানা বলেন, বেলা ১১টা পর্যন্ত ৩৫ শতাংশ কাস্ট হয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এখানে মোট ভোটার সংখ্যা চার হাজার ৭৫৫। সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শারমীন কবীর বলেন, ফজিলাতুননেসা হলের ছাত্রীদের উপস্থিতি বেশি। কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী একটু কম।

তিনি বলেন, আমরা যত আশা করেছিলাম তার দ্বিগুণ শিক্ষার্থী এসেছেন। কেন্দ্রে ১২০টির বেশি বুথ রয়েছে বলে জানান শিক্ষার্থীরা। তবে কত শতাংশ পড়েছে সেটি জানাতে পারেননি তিনি।

শিক্ষার্থীরা ভোট দিতে গড়ে ৫ থেকে ৭ মিনিট সময় ব্যায় করছেন শিক্ষার্থীরা। বৃষ্টি না হলে রেকর্ডসংখক ভোট কাস্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।