ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন

দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি ডাকসু নির্বাচনে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ একাধিক ব্যালট পেপার দেওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল-যা অভিযোগকারী ভোটারও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাটি নিষ্পত্তি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এমনকি ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনাতেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।