ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নিয়ম ভাঙেননি আবিদ, কেন্দ্রে প্রবেশে প্রার্থীর বাধা নেই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, সেপ্টেম্বর ৯, ২০২৫
নিয়ম ভাঙেননি আবিদ, কেন্দ্রে প্রবেশে প্রার্থীর বাধা নেই ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান

নিয়ম ভাঙেননি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা চাইলে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

এরপর একটি জাতীয় পত্রিকা তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। তবে আচরণবিধির কোন ধারায় প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি উল্লেখ করেনি।  

পরে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদেক কায়েম।

নির্বাচন কমিশনের আচরণবিধির ১২ ধারার খ অনুযায়ী, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন।

আচরণবিধি অনুযায়ী, নিয়ম ভঙ্গ করেননি আবিদুল ইসলাম। কারণ প্রার্থী চাইলে ভোটকেন্দ্রে যেতে পারেন। এ ঘটনায় আবিদুল ইসলাম বলেন, তিনি নিজে থেকে কেন্দ্রে প্রবেশ করেননি। অনুমতি নিয়েই প্রবেশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেওয়া হয়।  

এফএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।