ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন

ডাকসু ভোটে অমোচনীয় কালি ব্যবহারে সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু ভোটে অমোচনীয় কালি ব্যবহারে সন্তোষ ডাকসু নির্বাচন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট দেওয়ার পরে শিক্ষার্থীদের হাতে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে। এটি নতুন সংযোজন বলে জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ, বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক ফাহমিদুল হক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু ভোটে অমোচনীয় কালির বিষয়ে অধ্যাপক ফাহমিদুল হক ফেসবুক পোস্টে লিখেছেন, অমোচনীয় কালি, নতুন সংযোজন! গতবার এটা ছিল না। অতএব, ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়িয়ে জ্যাম করার সুযোগ নেই। গতবার ছাত্রলীগ এই কাজ করেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।  

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।