ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইশার পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, সেপ্টেম্বর ৯, ২০২৫
ইশার পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলন মনোনীত জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান এই অভিযোগ করেছেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল রাতে তারা আমাদের পোলিং এজেন্টকে কার্ড দিয়েছে। কিন্তু আজ তারা প্রবেশ করতে দিচ্ছে না। অথচ ছাত্রদলের তিনজন এজেন্ট রয়েছেন।  

অবশ্য এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছন কেন্দ্রের দায়িত্বে থাকা অধ্যাপক শহীদুল ইসলাম।  

তিনি এসময় একই প্যানেলের জিএস প্রার্থী আবু বকর সিদ্দিকের এজেন্টকে দেখিয়ে নিশ্চিত করেন তিনি কেন্দ্রে রয়েছেন।  

এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।