ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন

শুরুর দিকে আবাসিক শিক্ষার্থীর চাপ, ধীরে অনাবাসিকদের উপস্থিতি বাড়বে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, সেপ্টেম্বর ৯, ২০২৫
শুরুর দিকে আবাসিক শিক্ষার্থীর চাপ, ধীরে অনাবাসিকদের উপস্থিতি বাড়বে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে আবাসিক শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একাধিক কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে দুপুর গড়াতেই অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রার্থীরা।

অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত ট্রিপের বাইরেও অতিরিক্ত বাস ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০টার পর থেকেই তারা আসতে শুরু করতে পারেন।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ সিনেট ভবন কেন্দ্রে এসে নিজের ভোট দিয়েছেন।  

এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।