ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু: ভূ-তত্ত্ব কেন্দ্রে ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু: ভূ-তত্ত্ব কেন্দ্রে ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু   ভূ-তত্ত্ব বিভাগে ভোট শুরু হয়েছে ২০ মিনিট দেরিতে, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কিন্তু সকাল ৮টায় ভোট শুরুর কথা থাকলেও ৮টা ২০ মিনিটে ভোটগ্রহণ শুরু করেছে ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্র।  

নির্বাচন কমিশনার ড. মারুফ জানান, কেন্দ্রের কিছু কার্যক্রম শেষ করতে সময় লাগায় ২০ মিনিট পর ভোট শুরু হয়েছে। পরে ২০ মিনিট সময় বাড়িয়ে ৪.২০ মিনিটে ভোটগ্রহন শেষ করা হবে। এসময় গণমাধ্যম ও পোলিং এজেন্টের সামনে ব্যালট বাক্সে সিলগালা করা হয়।

সহকারী প্রক্টর জাকিয়া আহমেদ ঝুমা জানান, মেয়েদের হলগুলো থেকে কেন্দ্র একটু দূরে। তাই সঠিক সময়ে ভোটাররা কেন্দ্রে আসেননি। এজন্য ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল সাড়ে ৭টা  থেকেই কেন্দ্রের সামনে ছিল কবি সুফিয়া কামাল হলের ভোটারদের দীর্ঘ লাইন। ছিল ভোটারদের উপচে পড়া ভিড়।

কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী তানঝুমা বলেন, জীবনে প্রথম ডাকসু ভোট দিতে কেন্দ্রে এসেছি। গত কয়েকদিন ধরে মনের ভেতর একটা ভালোলাগা কাজ করছিল। প্রতিদিন কয়েকজন প্রার্থী এসে ভোট চাইত, কেউ দোয়া চাইত। তখন মনে হতো এ ভোট দেওয়াটা আমার দায়িত্ব। তাই সকাল সাড়ে ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছি।

সকাল ৯টার দিকে কয়েজন প্রার্থী এসে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কবি সুফিয়া কামাল হলের ভোটারা ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪৪৪৩।

ডিএইবি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।