ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু: ২৫ বছরের জীবনে প্রথম ভোট দিলাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু: ২৫ বছরের জীবনে প্রথম ভোট দিলাম ভোট দিচ্ছেন আশিকুর

ঢাকা: জীবনে প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট দেওয়ার পর হাসিমুখে তারা কেন্দ্র থেকে বের হচ্ছেন।

 

এসময় কথা হয় হাজী মুহম্মদ মুহসীন হলের আরবি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের সঙ্গে।  

তিনি বলেন, ২৫ বছরের জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরেছি। এটি অত্যন্ত আনন্দের। নিজের ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ পেয়েছি।  

২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২৪ সালেও ভোট দিতে পারিনি। আওয়ামী সন্ত্রাসী পরিস্থিতি থাকায় তখন আমি ভোট দিতে পারিনি, আমার আম্মুও ভোট দিতে পারেননি, যোগ করেন আশিকুর রহমান।  

ভোট দেওয়ার পর তিনি বলেন, অসাধারণ অনুভূতি। আগে থেকেই আমি কিছু প্রার্থীর নাম ভেবে এসেছি। এখানে ভোট দিয়েছি।  

এফএইচ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।