ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রবেশপথে দেখা হচ্ছে কার্ড, যানচলাচল নিয়ন্ত্রিত

ইউনিভার্সিটি করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, সেপ্টেম্বর ৮, ২০২৫
ডাকসু নির্বাচন: প্রবেশপথে দেখা হচ্ছে কার্ড, যানচলাচল নিয়ন্ত্রিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় ক্যাম্পাসের প্রবেশপথগুলো প্রদক্ষিণ করে এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিএনসিসি, স্কাউট এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

শিক্ষার্থীরা নিজেদের কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন। অন্যদিকে বহিরাগত ব্যক্তি এবং যানবাহনগুলোকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া নীলক্ষেত মোড়, শাহবাগ মোড়, পলাশী মোড়সহ একাধিক মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আগামীকাল সারাদিন এসব প্রবেশপথে জরুরি যান ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়াও সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বন্ধ থাকবে।

প্রবেশপথগুলো বন্ধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। শিক্ষার্থীদের কেউ কেউ টিএসসি ও ভিসি চত্বরে আড্ডা দিচ্ছেন। ক্যাম্পাসে যানবাহনের তেমন উপস্থিতি দেখা যায়নি।

নিরাপত্তার স্বার্থে টিএসসি থেকে চায়ের দোকানগুলোও দুইদিনের জন্য তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের আটটি চেকপোস্ট কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী খান।

তিনি বলেন, আমরা আমাদের অফিসারদের সঙ্গে বডি ক্যামেরা সংযুক্ত করে দিয়েছি। এ ছাড়া বিশেষায়িত ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াট বাহিনী থাকবে।

সাজ্জাত আলী বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও অন্যান্য বাহিনীর ইউনিট থাকবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য অবস্থান করছেন। আগামীকাল ২ হাজার ৯৬ জন পোশাকধারী দায়িত্বে থাকবেন। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ