ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

হরতালে রুয়েটে প্রথম বর্ষে ভর্তির সময় পরিবর্তন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ডিসেম্বর ১২, ২০১২

রাবি: হরতালের কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষ ২০১২-২০১৩ সেশনে বিএসসি  ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মুর্তজা বুধবার বাংলানিজকে বলেন, রুয়েটে প্রথম বর্ষে ভর্তির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।



পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম বর্ষে ভর্তির সময় ছিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কিন্তু এদিন বিএনপি আধাবেলার হরতাল ডাকায় সময়সূচি পরিবর্তন করে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

তিনি বলেন, চলতি শিক্ষা বর্ষে রুয়েটের ৮টি বিভাগে মোট ৬৬৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।

এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১৮, ২৪ ও ৩০ ডিসেম্বর এবং ৯ ও ২৭ জানুয়ারি অপেক্ষমান তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
 
প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি এবং ক্লাশ শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য www.ruet.ac.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২   
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।