ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ চান শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, আগস্ট ৬, ২০২৫
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ চান শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ ২৬ আগস্টের মধ্যে জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে এই এক দফা দাবি জানান ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান।

তিনি বলেন, সরকার দৃশ্যমান কিছু পদক্ষেপ নিলেও এখনো চূড়ান্ত সমাধান আসেনি। ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে অধ্যাদেশ, সনদ এবং লোগোর বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামী ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ভিসি, প্রক্টরসহ সব কর্মকর্তা নিয়োগ দিয়ে, আমাদের পড়াশোনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি হলেও মূল দাবিগুলোকে ‘কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে’। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো, সনদ প্রদান ও লোগো প্রকাশ নিয়ে কোনো ঘোষণা না থাকায় তারা হতাশ।

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা জানাচ্ছেন। দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, সকাল ১১টার পর থেকেই ঢাকা কলেজের মূল ফটকে জড়ো হন প্রায় ১৮০-২০০ জন শিক্ষার্থী। বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। এরপর পুনরায় নীলক্ষেত ঘুরে সায়েন্সল্যাব মোড়ে এসে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ