ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ কার্যকর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ৩০, ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের 'বিশেষ সুবিধা' ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৩০ জুলাই) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেল-এর তুলনীয় গ্রেড-৯ হতে তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে 'বিশেষ সুবিধা' পাবেন।

গ্রেড-১০ হতে তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, 'বিশেষ সুবিধা' পাবেন।

এ ছাড়া অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ে এ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ১ জুলাই থেকে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে 'বিশেষ সুবিধা' পাবেন।

এমআইএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।