ফিলিপাইনে আয়োজিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৬তম আসরে তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল।
ব্রোঞ্জ পদকজয়ী তিনজন হলেন, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিজ আনাস, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ফারাবিদ বিন ফয়সাল ও নটর ডেম কলেজের হা-মীম রহমান।
এই তিন ব্রোঞ্জ পদকজয়ীর সঙ্গে দলে আরও ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মারজান আফরোজ।
দলনেতা হিসেবে সঙ্গে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার এবং সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মৃত্যুঞ্জয় কুন্ডু।
এ আসর বসে ২০-২৭ জুলাই, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। রোববার (২৭ জুলাই) শেষ হওয়ার কথা থাকলেও একদিন আগেই ফলাফল ঘোষণা করা হয়েছে।
এর আগে বাংলাদেশ দল গঠনের উদ্দেশ্যে দেশে ১০টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয় ১৬-২৪ মে। এতে প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী অংশ নেয়। এরপর আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় উৎসব। ৩১ মে জাতীয় উৎসবে অংশ নেয় এক হাজার ১৯০ জন শিক্ষার্থী।
এএটি