ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সিকৃবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৮, নভেম্বর ২৬, ২০১২

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ৫টি অনুষদে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টায় ফল প্রকাশ করে ওয়েবসাইটে আপ চলছিলো।

  http://sau.ac.bd/ এ ফল সোমবার থেকে দেখা যাবে।

তবে চাইলে https://www.facebook.com/mrittika.sylau পেইজে গিয়েও ফল দেখা যাবে। সিকৃবির সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফলাফলের এই কপিটি সংগ্রহ করে আপ করেছে।

এবারের ভর্তি পরীক্ষায় ৫টি অনুষদে মোট ৩শ’ ২৬ আসনের বিপরীতে  ৪ হাজার ৫শ’ ৯৬ শিক্ষার্থী অংশ নেয়।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
এসএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।