ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবি হিসাববিজ্ঞান: সান্ধ্যকালীন এমবিএ ভর্তি ফরম বিতরণ ২৪ নভেম্বর

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, নভেম্বর ২২, ২০১২
রাবি হিসাববিজ্ঞান: সান্ধ্যকালীন এমবিএ ভর্তি ফরম বিতরণ ২৪ নভেম্বর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা  বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি ফরম বিতরণ ২৪ নভেম্বর থেকে শুরু হবে।

ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

আগামী  ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে।

বৃহস্পতিবার বিভাগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড.সুভাষ চন্দ্র শীল বলেন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সান্ধ্যকালীন এমবি এ কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস কোর্স,অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীর ন্যূনতম ৩টি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট লাগবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

২০১৩ সালের জানুয়ারি- জুন সেমিস্টারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ৫০জন শিক্ষার্থীকে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি করানো হবে । ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিভাগ থেকে জানা যাবে ।

তিনি আরও বলেন, ইংরেজীতে ১০, সাধারাণ গণিতে ২৫ ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫ নম্বরসহ মোট ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারী আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অফিস থেকে ৪০০ টাকা মূল্যের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর,eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।