ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রাথমিক- এবতেদায়ী সমাপনীতে ঝরে পড়লো ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, নভেম্বর ২১, ২০১২
প্রাথমিক- এবতেদায়ী সমাপনীতে ঝরে পড়লো ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী

ঢাকা: প্রাথমিকের গণ্ডি পেরোনোর সমাপনী পরীক্ষার প্রথম দিনেই ঝরে পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ও বহিস্কারের মোট সংখ্যা এটি।



বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। তবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট উপস্থিতির শতকরা হার ৯৪ শতাংশ এবং এবতেদায়ীতে উপস্থিতের হার ৮৪ শতাংশ।

অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৪১ হাজার ১৯২ জন পরিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৯৭৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ১২ লাখ ৫ হাজার ৭৯৭ জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছিল ৮১ হাজার ৩৪৪ জন। ১৪ লাখ ৩৫ হাজার ৩৯৫ জন ছাত্রীর মধ্যে অনুপস্থিত ৭৯ হাজার ৬২৯ জন।

এর মধ্যে বাংলা ভার্সনে মোট উপস্থিতি ২৪ লাখ ৭৪ হাজার ৮২২ জন এবং ইংরেজী ভার্সনে উপস্থিত ২৪ লাখ ৮০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কার হয়েছে মোট ৮ জন। এদের মধ্যে রাজশাহী বিভাগের ৭ জন ছাত্রী এবং ঢাকা বিভাগের ১ জন ছাত্র।

এবতেদায়ী পরীক্ষায় ৩ লাখ ২৯ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৫৮ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতদের মধ্যে ২৬ হাজার ৯০২ জন ছাত্র এবং ২৬ হাজার ১৫৬ জন ছাত্রী।

এবতেদায়ী পরীক্ষায় ঢাকা বিভাগ থেকে ২ জন এবং রংপুর বিভাগ থেকে ২ জন পরিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরা চারজনেই ছাত্র।

বাংলাদেশ সময় ২১৩৮ঘণ্টা ; নভেম্বর ২১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।