ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবি অফিসার পরিষদের নির্বাচন সম্পন্ন

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, নভেম্বর ২১, ২০১২

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে আ.স.ম. ইকবাল কবির সভাপতি ও মো. জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন, সহসভাপতি জনাব মো. শামছুদ্দোহা, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক সৈয়দ আমান-উদ-দৌলা খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল হক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুল হান্নান, মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম।

সদস্যরা হচ্ছেন মোহাম্মদ আবুল মাহফুজ খান, মো. হাফিজুর রহমান, মো. হেলাল উদ্দীন, ড. মাহমুদুল হাসান চৌধুরী, মো. এমদাদুল হক, হারুনুর রশীদ।


বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
প্রতিবেদন: মো.আশরাফুল আলম, সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।