ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

স্কুলছাত্রী তানিয়া আকতারের বৃত্তি লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, নভেম্বর ১৯, ২০১২
স্কুলছাত্রী তানিয়া আকতারের বৃত্তি লাভ

ঢাকা: ‘প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি-২০১২’তে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন মীরসরাই উপজেলার আল-আমিন আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী তানিয়া আকতার সাথী। তানিয়া তার এ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



তার বাবার নাম জাহাঙ্গীর আলম ও মা হোসনে আরা বেগম।

গত প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় এ  বিদ্যালয়ের দুজন ছাত্র ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। গত ছয় বছর ধরে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্যের সঙ্গে শতভাগ পাশ করে আসছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিবিড় পরিচর্যার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়েই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।

উল্লেখ্য, উপজেলার জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট রোড সংলগ্ন এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিদ্যালয়টির নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।