ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

সাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, নভেম্বর ১৮, ২০১২

ঢাকা: নতুন করে আরও ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।



নতুন এই সাতটি বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৭০টি।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে অনুযায়ী ঢাকায় দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সোনারগাঁ ইউনিভার্সিটি,চিকিৎসক একে আজাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেস।

এছাড়া খুলনায় সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,ফেনীতে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিসনার সাবেক এপিএস আলাউদ্দিন নাসিমের ফেনী ইউনিভার্সিটি,চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের পোর্টসিটি ইউনিভার্সিটি, সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি এবং কুমিল্লায় ভিটানিয়া ইউনিভার্সিটি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে,১০৭টি আবেদন পর্যালোচনা করে শিক্ষামন্ত্রণালয় এ ৭টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা,নভেম্বর ১৮,২০১২
এসএমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।