ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মে ২০, ২০২৫
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় ফলাফল প্রকাশিত হয়।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে জানানো হয়েছে, সারা দেশে ৬৭৯টি কেন্দ্রে এক হাজার ৯১৮টি কলেজের দুই লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে দুই লাখ ২২ হাজার ৯১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।  

এ পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। ওই ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।   

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।