ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

নগরকান্দায় ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
নগরকান্দায় ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 

ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বাংলানিউজকে বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও'র নির্দেশে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।  

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।