ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির আবাসিক হলগুলো খুলছে শুক্রবার, ক্লাস শুরু শনিবার

ইবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, নভেম্বর ৮, ২০১২

ইবি: দুর্গা পূজা ও ঈদুল আজহা উপলক্ষে ২৬ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সবগুলো আবাসিক হল খুলছে শুক্রবার।
 
সেই সঙ্গে শনিবার থেকে ক্লাস এবং পরীক্ষা শুরু হবে যথারীতি।


 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ও ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বিধিবর্হিভূতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়ম করেছে এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সব ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল।

এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। একপর্যায়ে ভিসি-প্রোভিসির পদত্যাগসহ বিশ্ববিদ্যালয়ে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।  

উদ্ভূত ওই পরিস্থিতিতে নির্ধারিত ছুটির এক সপ্তাহ আগে ১৩ অক্টোবর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।