ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ছুটি শেষে খুলছে শাবিপ্রবি, হলে ভর্তির সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, অক্টোবর ১৬, ২০২৪
ছুটি শেষে খুলছে শাবিপ্রবি, হলে ভর্তির সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত

শাবিপ্রবি (সিলেট): দুর্গাপূজা উপলক্ষে ৬দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১দিন ছুটি ছুটি শেষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুরোদমে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম।  

এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

তবে এ সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলে ভর্তির লক্ষ্যে হলসমূহ খোলা রাখা হয়।

এদিকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে নতুন নীতিমালার আলোকে বরাদ্দকৃত সিটে ভর্তির সময় মঙ্গলবার ১৫ অক্টোবর শেষ হয়েছে। তবে কিছু শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি তাদের জন্য আগামী ২২ অক্টোবর ভর্তির সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে বরাদ্দকৃত সীট বাতিল বলে গণ্য হবে এমনটি জানিয়ে নোটিশ দিয়েছে হল প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।