ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, এপ্রিল ৩, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। পরীক্ষায় ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৮০জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন। এ পরীক্ষায় ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।  

প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টায় SMS এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।