ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঝিকরগাছায় কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, আগস্ট ৪, ২০২২
ঝিকরগাছায় কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

যশোর: যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০৪ আগস্ট) কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তুহিন স্টোরের স্বত্ত্বাধিকারী মো. আখতারুজ্জামান তোতার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আখতারুজ্জামান তোতা। প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের যশোর এরিয়া ম্যানেজার মো. মজনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ঝিকরগাছা টেরিটোরির অ্যাসিস্ট্যান্ট সেলস এক্সিকিউটিভ মো. রিয়াদ নুরুল।

এছাড়া হালখাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা।

উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের উন্নয়নশীল প্রকল্পে কিং ব্যান্ড সিমেন্টের অবদানের কথা বলেন।  

অনুষ্ঠানে রিটেইলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।