ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৮, আগস্ট ২১, ২০২৫
বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্ত কমিটি এ এফ এম শাহীনুল ইসলাম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চার সদস্যের এ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। বাকিরা হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

বিতর্কিত ভিডিও ছড়ানোর জেরে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এর আগে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্য বিভাগের কর্মকর্তারা।

গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, বিএফআইইউ প্রধানকে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালীন তিনি ছুটিতে থাকবেন। তার ছুটি শুরু হয়ে গেছে।  

জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।