ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, আগস্ট ১, ২০২২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের (এসএমইএফ) সঙ্গে বিশেষ ঋণ কর্মসূচির আওতায় স্বল্প সুদে এসএমই উদ্যোক্তাদের মেয়াদি ঋণ প্রদান বিষয়ক চুক্তি সাক্ষর করে।

সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি এবং ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমইএফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মাদ সলিম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, চেয়ারম্যান, এসএমইএফ, মো. শাহ আলম ভুঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, মো. মহসিনুর রহমান, এসভিপি ও এসএমই প্রধান, ইউসিবি এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।