ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ভরিতে স্বর্ণের দাম কমলো ১,১৬৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জুলাই ৬, ২০২২
ভরিতে স্বর্ণের দাম কমলো ১,১৬৬ টাকা

ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এতদিন ৭৯ হাজার ৫৪৮ টাকা থাকলেও তা কমে দাঁড়াবে ৭৮ হাজার ৩৮২ টাকায়।   ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা।  

বুধবার (০৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বৃহস্পতিবার ( ০৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।