পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্তের মহানন্দা নদীতে একদল যুবকের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে মাছটি ধরে ১১ জনের একদল যুবক।
মাছটি ধরার পর বাজারে তোলা হলে উৎসুক জনতা সেটিকে এক পলক দেখতে ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ওই দলের যুবক সোহাগ, রাসেল ও রাজ্জাক বাংলানিউজকে বলেন, প্রতিবছরই নদীতে বাঘাইড় ধরা পড়ে। তবে এবারই প্রথম ৩০ কেজি ওজনের এত বড় মাছ ধরতে পেরেছি আমরা। মাছটি ধরার পর বাজারে তোলা হলে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এএটি