ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-ডানা ফিনটেকের সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জুন ১, ২০২২
ওয়ান ব্যাংক-ডানা ফিনটেকের সমঝোতা স্মারক সই

সম্প্রতি ওয়ান ব্যাংক গ্রাহকদের ডিজিটাল ঋণ সেবা দেওয়ার জন্য ডানা ফিনটেক লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

ওয়ান ব্যাংক লিমিটেড ডানা ফিনটেকের প্রযুক্তি ব্যবহার করে ওয়ালেট প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল ঋণ সুবিধা দেবে।

এছাড়াও, গ্রাহকরাও ওয়ালেটের মাধ্যমে সহজেই ডিজিটাল ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।