ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে চলতি অর্থ বছরে ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন মাছ উৎপাদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, আগস্ট ২৮, ২০২১
রাজশাহীতে চলতি অর্থ বছরে ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন মাছ উৎপাদন ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী জেলার মৎস্য সম্পদের মোট আয়তন ৪৫ হাজার ৮১৩ হেক্টর। এখান থেকে চলতি অর্থ বছরে মোট ৮৩ হাজার ৪৯২ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটি পালিত হবে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উদযাপন হবে।
 
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।