ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের পরিচালক হলেন মো. আব্দুল মজিদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, আগস্ট ২৫, ২০২১
জনতা ব্যাংকের পরিচালক হলেন মো. আব্দুল মজিদ

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল মজিদ জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) তিনি পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন।

আব্দুল মজিদ ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি খুলনায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিব ও পরিচালক বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, সচিব বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে সমবায় অধিদপ্তরে দায়িত্ব পালন করেন।  

মো. আব্দুল মজিদ ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জনতা ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত পরিচালক হিসেবে যোগদান করায় পর্ষদের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৫,২০২১
এসই/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ