ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ বিষয়ক ওয়েবিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, আগস্ট ২, ২০২১
ইসলামী ব্যাংকে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ বিষয়ক ওয়েবিনার ...

ঢাকা: ইসলামী ব্যাংকের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ করপোরেট শাখায় ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ জুলাই) অনুষ্টিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। আগ্রাবাদ করপোরেট শাখাপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও খাতুনগঞ্জ করপোরেট শাখা প্রধান মো. এহসানুল ইসলাম।

আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার নির্বাহী ও কর্মকর্তারা এই ওয়েবিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।