ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, মে ২৭, ২০২১
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলেমান, পরিচালক মোহাম্মদ সোলায়মান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, মুহাম্মদ মুনিরুল মওলা, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম, কোম্পানির সেক্রেটারি মো. রিফাত হোসেনসহ অন্য শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ২৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ