ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সূচকের ঊর্ধ্বগতি, স্বস্তিতে খুলনার বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মে ৩, ২০২১
সূচকের ঊর্ধ্বগতি, স্বস্তিতে খুলনার বিনিয়োগকারীরা

খুলনা: টালমাটাল পুঁজিবাজারের সূচক ও লেনদেনে কিছুটা ঊর্ধ্বগতি থাকায় ‘লকডাউনে’র মধ্যেও অনেকটা স্বস্তিতে বিনিয়োগকারীরা। যে কারণে শঙ্কা থেকে কিছুটা স্বস্তিতে ফিরছেন খুলনার বিনিয়োগকারীরা।

এতে বিনিয়োগকারীদের হাহাকার আর দীর্ঘশ্বাস কমতে শুরু করেছে।

জানা যায়, খুলনার ১৭টি সিকিউরিটিজ হাউজে প্রায় অর্ধ লাখ বিনিয়োগকারী রয়েছেন। চলমান ‘লকডাউনে’ বিনিয়োগকারীরা অনেকে টেলিফোন, মোবাইল ও অ্যাপসের মাধ্যমে নিজে সশরীরে না এসে লেনদেন করছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও সরকারের নানামুখী উদ্যোগের ফলে ‘লকডাউনের’ মধ্যে ইতিবাচক ধারায় রয়েছে পুঁজিবাজার। তলানি থেকে এখন বাজার ঘুরে দাঁড়াচ্ছে। এর ধারাবাহিকতা থাকলে বিনিয়োগকারীদের মন চাঙ্গা হবে।

বিনিয়োগকারী লিটন ইসলাম বলেন, টালমাটাল পুঁজিবাজারে কিছুটা গতি ফিরেছে। যে কারণে যেসব শেয়ারের দাম কমেছিল তা কিছুটা বেড়েছে।

বিনিয়োকারী সাকিবুর রহমান ও আলী ইমাম বলেন, পুঁজিবাজারের সূচক ও লেনদেনে কিছুটা ঊর্ধ্বগতি বিরাজ করছে। এ ধারাবাহিকতা থাকলে আশা করছি, কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ হাউজের কর্মকর্তা রুবায়েতুল ইসলাম বলেন, বাজার ঘুরে দাঁড়ানোর ফলে ‘লকডাইনের’ মধ্যেও সিকিউরিটিজ হাউজে বিনিয়োগকারীদের পদচারণা বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিনিয়োগকারীরা হাউজে এসে লেনদেন করছেন। এতে করে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা বলেন, ডিএসইতে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সোমবারও সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে। এভাবে ক্রমান্বয়ে চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার।  

এতে খুলনার সিকিউরিটিজ হাউজে ‘লকডাইনের’ মধ্যেও কেউ কেউ হাউজমুখী হচ্ছেন। আবার অনেক বিনিয়োগকারী ঘরে বসেই টেলিফোন, মোবাইল, ই-মেইল, অনলাইন ও অ্যাপের মাধ্যমে লেনদেন কার্যক্রম সম্পন্ন করছেন। কিছু শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীরাও খুশি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।