ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৩ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মার্চ ১৫, ২০২১
গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৩ দিন

ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের জন্য বেসরকারিখাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে তিনদিন।

সোমবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলার সব তফসিলি ব্যাংকের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সিস্টেমের উন্নত সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের কাজ সম্পাদনের উদ্দেশ্যে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।