ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মিনিস্টার গ্রুপ-ধামাকা শপিংয়ের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মার্চ ১০, ২০২১
মিনিস্টার গ্রুপ-ধামাকা শপিংয়ের চুক্তি সই মিনিস্টার গ্রুপ-ধামাকা শপিংয়ের চুক্তি সই

ঢাকা: সম্প্রতি গুলশানের একটি অভিজাত হোটেলে মিনিস্টার গ্রুপ এবং ধামাকা শপিং-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

মিনিস্টার গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর এবং ধামাকা শপিংয়ের পক্ষে চুক্তিতে সই করেন চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা।

অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন থেকে করপোরেট সেলস হেড বদরুল আলম চৌধুরী শোয়েব, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাকাউন্টস) মীর মোস্তাকির রহমান ও মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ধামাকা শপিংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার, করপোরেট সেলস কে এম ইলিয়াস এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এখন থেকে ধামাকা শপিংয়ের অনলাইন সাইট থেকে মিনিস্টার গ্রুপের উৎপাদিত সব ইলেকট্রনিক এবং হিউম্যান কেয়ার পণ্য ক্রেতারা সহজেই কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।