ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করবে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, ফেব্রুয়ারি ১৮, ২০২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করবে রবি

ঢাকা: বিনামূল্যে ইন্টারনেট সুবিধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতির হার বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাসটিতে নেটওয়ার্ক সম্প্রসারণ করবে রবি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মোবাইল অপারেটর কোম্পানিটি।

এতে বলা হয়, করোনা মহামারি চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ায় ক্লাসে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। এই সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাশ্রয়ী মূল্যে ডাটা দিয়েছে রবি। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে নেটওয়ার্ক সম্প্রসারণ করবে অপারেটরটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহামারি পরিস্থিতিতে অনলাইনে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দিয়েছে রবি। ডিজিটাল কোম্পানি হিসেবে দেশের সবক্ষেত্রে ডিজিটাল জীবনধারা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অপারেটরটি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।