ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আকিজ গ্রুপের আয়োজনে কর্মী প্রেষণামূলক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ৭, ২০২০
আকিজ গ্রুপের আয়োজনে কর্মী প্রেষণামূলক অনুষ্ঠান গাড়ি উপহার তুলে দেওয়া হচ্ছে।

ঢাকা: অনুষ্ঠিত হয়ে গেলো আকিজ গ্রুপের আয়োজনে কর্মী প্রেষণামূলক এক অনুষ্ঠান।   বুধবার (৭ অক্টোবর) ওই গ্রুপ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।  

সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আকিজ গ্রুপ বরাবরই কর্মীদের জন্য ভালো কিছু করে আসছে এবারও তার ব্যতিক্রম ছিল না। একাউন্টস অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগে একাগ্রতা, সততার সঙ্গে কাজ করার জন্য এবং অসামান্য অবদান রাখার জন্য মো. রুহুল আমিন ডিজি এম কে আকিজ গ্রুপের পক্ষ থেকে একটি গাড়ি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।  এসময় তিনি বলেন, কর্মীদের জন্য আকিজ গ্রুপ সবসময় ভালো কাজ করে থাকে এবং আগামীতেও ভালো কিছু করবে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।