ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)–তে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘টেকসই পানি ব্যবস্থাপনা এক্সপো ২০২৫’। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ)।
এক্সপো চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। স্থান: আইসিসিবি, হল–০৪।
বিশ্বব্যাপী পানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি খাতে টেকসই সমাধানের প্রয়োজনীয়তা বাড়ছে। সেই চাহিদাকে সামনে রেখে এই এক্সপোতে একত্রিত হবেন পানি খাতের মূল অংশীদার, উদ্ভাবক, গবেষক, নীতিনির্ধারক ও পেশাজীবীরা।
প্রধান অতিথি থাকবেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাশরুর আরেফিন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।
অতিথি বক্তা থাকবেন ডিওআরপির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জোবায়ের হাসান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ডিএমডি (টেক্সটাইল বিভাগ) ফয়জাহ মেহমুদ।
অনুষ্ঠানের আহ্বায়ক থাকবেন দ্বিতীয় টেকসই পানি ব্যবস্থাপনা এক্সপো–২০২৫-এর আহ্বায়ক গোলাম আতাওয়ার দিদার এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন।
প্রযুক্তি প্রদর্শনী: পানি ও বর্জ্য জল পরিশোধন, পয়োনিষ্কাশন ব্যবস্থা, পুনর্ব্যবহার এবং সম্পদ-দক্ষ অবকাঠামোতে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন।
বিনামূল্যে কারিগরি সেমিনার: উদীয়মান প্রবণতা ও উদ্ভাবনী সমাধান নিয়ে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনার সুযোগ।
বেতনভিত্তিক কারিগরি প্রশিক্ষণ (সার্টিফিকেট কোর্স): পানি ও পরিবেশ বিশেষজ্ঞদের নেতৃত্বে শিল্প-স্বীকৃত প্রশিক্ষণ। পেশাজীবী ও তরুণ প্রকৌশলীদের জন্য উপযোগী।
বেতনভিত্তিক কারিগরি ভ্রমণ: ঢাকা ও আশপাশের অত্যাধুনিক পানি ব্যবস্থাপনা প্রকল্প ও সুবিধা পরিদর্শনের সুযোগ (সীমিত স্লট)।
নেটওয়ার্কিং সুযোগ: পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, সিভিল ইঞ্জিনিয়ারিং ও জননীতি খাতের পেশাজীবীদের সঙ্গে সংযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ।
আয়োজক সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সপোটি হবে উদ্ভাবনী ও টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে জ্ঞান বিনিময়, সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
নিবন্ধন লিংক: https://bwwa.com.bd/visitor-registration/
এসআইএস