ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, অক্টোবর ৫, ২০২০
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু সোমবার ...

ঢাকা: সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘বাংলাদেশের উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা’।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতি বছরের মতো এবারও ৫ থেকে ১১ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ উদযাপন করবে।  

বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ উদযাপন করবে বিএসইসি। তবে কোভিড-১৯ মহামারির কারণে অনুষ্ঠানগুলো ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

কর্মসূচি:
৫ অক্টোবর বিকেল ৪টায় ‘বিনিয়োগকারীদের সুরক্ষা: ব্যবসায় এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে কোভিড-১৯ এর প্রভাব’ বিষয়ক ওয়েবিনারের আয়োজন করেছে বিএসইসি।  

৬ অক্টোবর বিকেল ৪টায় ওয়েবিনারের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

৭ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় ওয়েবিনারের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।  

৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বিকেল ৪টায় সিএসই, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল); ১০ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বিকেল ৩টায় অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস (এএমসিএমএফ), সন্ধ্যা ৭টায় ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এবং শেষ দিন ১১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ওয়েবিনারের আয়োজন করেছে।

দিবসটির মূল লক্ষ্য পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিনিয়োগকারীসহ সব স্টেকহোল্ডারদের সচেতন, নতুন বিনিয়োগকারী সৃষ্টি এবং বিনিয়োগ সুরক্ষা বৃদ্ধি করা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসএমএকে/আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।