ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পদ্মায় ধরা পড়লো ৪৩ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, সেপ্টেম্বর ৭, ২০২০
পদ্মায় ধরা পড়লো ৪৩ কেজির বাঘাইড় জেলেদের হাতে ৪৩ কেজির বাঘাইড় মাছ। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মানদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া পদ্মানদীর কবিরপুর চর এলাকার আনন্দ হাওলাদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

 

সকাল ৬টার দিকে দৌলতদিয়া এলাকার দুলাল মণ্ডলের আড়তে মাছটি তোলা হয়। পরে পাঁচ নম্বর ফেরিঘাটের শাকিল সোহানের আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ও শেখ নুরু মাছটি এক হাজার ১শ ৪০ টাকা প্রতিকেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেয়।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বাংলানিউজকে জানান, এক হাজার তিনশ টাকা কেজি দরে মাছটি ঢাকায় ৫৫ হাজার ৯শ টাকায় বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।