ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

করোনায় পূবালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, সেপ্টেম্বর ১, ২০২০
করোনায় পূবালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূবালী ব্যাংক লিমিটেড মতিঝিল করপোরেট শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুর রহমান (৪৭) মারা গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাহিদ ১৯৯৭ সালে পূবালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।

তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

পূবালী পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।